যৌন রোগ গনেরিয়া এর হোমিওপ্যাথিক চিকিৎসায় থুজা অক্সি (Thuja Occi) 200

থুজা অক্সি (Thuja Occi) 200: পুরাতন ইহা গনেরিয়া বা প্রমেহ রোগের অতি উৎকৃষ্ট ঔষধ। পুরাতন রোগে সবুজাভ বর্ণের স্রাব নিঃসৃত হয়, পুনঃ পুনঃ মূত্র ত্যাগের ইচ্ছা, পুংলিঙ্গে বেদনা এবং স্ত্রীর যোনিতে স্পর্শকাতরতা। গনেরিয়াগ্রস্থ (প্রমেহ) উপদংশ রোগে রোগী বা রোগিনীর শরীরে ফুল কপির ন্যায় গ্যাজ গ্যাজ বা অাঁচিলের মত উদ্ভেদ অথবা অর্ব্বুদ থাকলে এবং তৎসহ রোগ লক্ষণ দিন ৩ টায় এবং রাত ৩ টায় বৃদ্ধি পেলে ইহা কার্যকরী।

Comments

Popular posts from this blog

কারিগরি শিক্ষার প্রতি শিক্ষার্থীদের অনাগ্রহ কেন?

Why Video Communication hits our Emotion More Than Words or Images?