১.৩. সি-প্যানেল প্রশিক্ষণ



এইচটিএমএল শিখার জন্য সাধারনত দুই ধরনের সফটওয়্যারের প্রয়োজন হয়।
(১)এডিটর (Editor)
()  ব্রাউজার (Browser)

() এডিটর: এইচটিএমএল টেক্সট এর আকারে লেখা কিছু কোড-এর সমষ্টি যেগুলোকে ট্যাগ বলে। ট্যাগগুলো লেখার জন্য যে সফটওয়্যারটি প্রয়োজন তাকে এডিটর বলে। এডিটরে কোড লিখে তা .html অথবা .htm এক্সটেনশন সহ যেকোন নামে সেভ করলে তা এইচটিএমএল ডকুমেন্ট হিসেবে সেভ হয়। আর এ এইচটিএমএল ডকুমেন্ট-ই হল ওয়েবপেজ। এডিটর আলাদাভাবে সংগ্রহ করার প্রয়োজন হয় না কারণ অপারেটিং সিস্টেমের সাথে বিল্টইন হিসেবে এডিটর পাওয়া যায়। আমরা উইন্ডোজ ভিত্তিক এডিটর ব্যবহার করি তার নাম হল নোটপ্যাড। এইচটিএমএল শেখার জন্য আমরা নোটপ্যাড ব্যবহার করতে পারি।

() ব্রাউজার: ওয়েবপেজ প্রদর্শনের জন্য আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করবো তা হল ব্রাউজার। ব্রাউজারের সাথে একটি ইন্টারপ্রেটার যুক্ত থাকে যা টেক্সট-এর আকারে লেখা বিশেষ বিশেষ নির্দেশ বহন করা ট্যাগগুলোকে অনুবাদ করে আমাদের সামনে প্রদর্শনযোগ্য করে তুলে। আমরা নোটপ্যাডের মাধ্যমে যে ওয়েবপেজটি তৈরি করি তা দেখার জন্য বাউজার ব্যবহার করতে হয়। আমরা যদি ইন্টারনেটে কোন ওয়েবসাইট দেখতে চাই তাহলেও ব্রাউজারের ব্যবহার করতে হয়। অপারেটিং সিস্টেমের সাথে বিল্টইন হিসেবে যে ব্রাউজার পাওয়া যায় তা ব্যবহার করা সহজ হলেও আলাদাভাবে আরও কিছু ব্রাউজার কম্পিউটারে ইনস্টল করে রাখা প্রয়োজন। কালণ সকল ব্রাউজারই এইচটিএমএল এর সকল ট্যাগের ফলাফল দেখাতে সক্ষম নয়। বর্তমানে উন্নতমানের ব্রাউজারগুলোর মধ্যে বহুল ব্যবহৃত ব্রাউজারগুলো হল-

  * মজিলা ফায়ারফক্স(Mozilla Firefox)
  * ইন্টারনেট এক্সপ্লোরার(Internet explorer)
  * নেটস্কেপ নেভিগেটর (Netscape navigator)
  * অপেরা(opera)

এর মধ্যে মজিলা ফায়ারফক্স(Mozilla Firefox) সবচেয়ে জনপ্রিয় এবং উন্নত মানের। এতে সকল প্রকার কোড সাপোর্ট করে।

Comments

Popular posts from this blog

কেবি মডেল টেস্ট এর প্রস্তুতিমূলক কাজ চলছে........

কারিগরি শিক্ষার প্রতি শিক্ষার্থীদের অনাগ্রহ কেন?

১.১০. পিএইচপি প্রশিক্ষণ