১.৫. অনলাইন মার্কেটিং



পিএইচপি (PHP) একটি প্রোগ্রামিং ভাষা এটি মূলত সার্ভার-সাইড স্ক্রিপ্টিং-এর জন্য ব্যবহৃত হয়। পিএইচপি হচ্ছে একটি স্ক্রিপ্টিং ভাষা যা মূলতঃ চলমান ওয়েব পাতা তৈরির জন্য ডিজাইন করা হয়েছে। ইহা কমান্ড লাইন ইন্টারফেস ক্ষমতাকে অন্তর্ভুক্ত করেছে এবং স্ট্যান্ডআলোন গ্রাফিক্যাল আপ্লিকেশনকে ব্যবহার করতে পারে।

যখন প্রকৃতপক্ষে পিএইচপি ১৯৯৫ সালে রাস্মুস লারডরফ উদ্ভাবন করেন, সেই সময় থেকে এখন পর্যন্ত পিএইচপির মুল প্রয়োগ পিএইচপি গ্রুপ ও সার্ভার মাধ্যমে হয়ে আসছে এবং পিএইপি একটি বিষয়ের নির্দিষ্ট সীমারেখায় আবদ্ধ নয়। পিএইচপি পিএইচপি লাইসেন্সের অধীনে একটি ফ্রী সফটওয়ার, যা পিএইচপি ব্যবহারের সীমাবদ্ধতা থাকলেও জিএনইউ জেনারেল পাবলিক লাইসেন্স (জিপিএল) এর সহিত সামঞ্জস্যপূর্ন। পিএইচপি একটি বহুল ব্যবহৃত সাধারণ উদ্দেশ্যে সাধনের স্ক্রিপ্টিং ভাষা যা ওয়েব ডেভেলপমেন্টের জন্য বিশেষ উপযোগী এবং এইচটিএমএল আকারে প্রকাশ করা যায়।ইহা সাধারনতঃ একটি ওয়েব সার্ভারে পরিচালিত হয় যা পিএইচপি কোডকে নির্দেশনা আকারে ব্যবহার করে এবং ওয়েব পাতা তৈরি করে ফলাফল প্রদর্শন করে। ইহা বেশীর ভাগ ওয়েব সার্ভারে প্রয়োগ করা যায় এবং প্রায় সকল অপারেটিং সিস্টেম ও অবস্থান ভেদে বিনামূল্যে ব্যবহার করা যায়। ২০ মিলিয়নেরও বেশী ওয়েবসাইট ও ১ মিলিয়ন ওয়েব সার্ভারে পিএইচপি ব্যবহৃত হচ্ছে।

ইতিহাস


পিএইচপি ডেভলপমেন্ট শুরু হয় ১৯৯৪ সালে যখন রাসমুস লের্ডর্ফ(Rasmus Lerdorf) "কমন গেটওয়ে ইন্টারফেস(CGI)" এর একটি সিরিজ লিখেন পার্ল(Perl) প্রোগ্রামিং ভাষার মাধ্যমে। যেটির কাজ ছিলো তার নিজের ব্যাক্তিগত ওয়েবসাইটের হোমপেইজ মেইনটেইন করা। যেটি তার সিভি এবং ওয়েব ট্রাফিক বা ভিজিটরের সংখ্যা রেকর্ড করত। সাইটের পার্ফরমেন্সের কারনে তিনি একই স্ক্রিপ্ট পুনোরায় সি(প্রোগ্রামিং ভাষা) দিয়ে লিখেন এবং এর সাথে তিনি ওয়েব ফর্ম এবং ডাটাবেসে যুক্ত হওয়ার সুবিধা যোগ করেন এবং এই রুপায়নের নাম দেন "পার্সোনাল হোম পেইজ(Personal Home Page)" বা সংক্ষেপে পিএইচপি। মুলত এখান থেকেই পিএইচপি তৈরি হয়। এটি সাধারন,ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য ব্যাবহৃত হয়। এর পর জুন ,১৯৯৫ পিএইচপিতে এইচটিএমএল(HTML) এমবেডেড করে দেওয়া হয়




বর্তমান যুগে ওয়েব অটোমেশনের জন্য একটি বিশ্বস্ত নাম - পিএইচপি পিএইচপি একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার সূচনাই হয়েছিলো ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য দিনে দিনে পিএইচপির জনপ্রিয়তা বাড়তে বাড়তে ওয়েব আজ তার আধিপত্য অদ্বিতীয় বিশ্বের প্রায় ৮২% (রেফ: ) ওয়েবসাইটই কোন না কোনভাবে পিএইচপির উপর নির্ভরশীল ফেইসবুকের একটা বিরাট অংশ ডেভেলপ করা পিএইচপিতে তারা পিএইচপির উপর এতটাই নির্ভরশীল যে ফেইসবুক নিজেরাই পিএইচপির উন্নয়নের জন্য নতুন পিএইচপি ইনজিন (HHVM) রিলিজ করে উইকিপিডিয়াও কিন্তু ডেভেলপ করা পিএইচপিতে পিএইচপির প্রবল জনপ্রিয়তা আর চাহিদার কথা চিন্তা করে গুগল সম্প্রতি তাদের এ্যাপ ইনজিন প্ল্যাটফর্মে পিএইচপি সাপোর্ট যোগ করে আসলে যেখানে ওয়েবের ৮২%- পিএইচপি ব্যবহার করে সেখানে উদাহরণ খুজঁতে গেলে হাজার হাজার নমুনা পাওয়া যাবে ওয়েব নির্ভর প্রজেক্টগুলোতে তাই পিএইচপি ডেভেলপারদের চাহিদাও ব্যাপক








ব্যসিক ওয়েব প্রোগ্রামিং/পিএইচপি কোর্স


 BLACK iz IT Institute এর ব্যসিক পিএইচপি কোর্সটি মুলত খুলা হয়েছে তাদের কথা মাথায় রেখে যাদের ওয়েব-ডিজাইন বা ডেভেলপমেন্ট নিয়ে একটু একটু ধারনা আছে এবং ভাবছেন পিএইচপি শিখবেন কিন্তু বুঝতে পারছেন না কিভবে কোথা থেকে শুরু করবেন। এই কোর্সটিতে শুধু মাত্র ব্যসিক পিএইচপি নিয়ে আলোচনা করা হবে।

সহজ কথায় পিএইচপি একটি ল্যাংগুয়েজ যা ওয়েব ডেভেলপমেন্টের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভিন্ন ভাবে বললে বলতে হবে পিএইচপি মূলত হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যার মাধ্যমে ভিবিন্ন প্রকার ডায়নামিক ওয়েবসাইট তৈরি করা হয়। আর এই প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এবং ডায়নামিক ওয়েবসাইট সম্পর্কে কিছু ধারনা দেওয়াই আমাদের ব্যসিক পিএইচপি কোর্সের মুল উদ্দেশ্য।
প্রোগ্রামিং ল্যাংগুয়েজ মূলত দুই প্রকার, ডেস্কটপ প্রোগ্রামিং আর ওয়েব বা অনলাইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পিএইচপি হল ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এবং পিএইচপি যেকোনো অপারেটিং সিস্টেমে চলে। তাই পিএইচপি এর গুরত্ত দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
কেন পিএইচপি শিখবেন: . ডায়নামিক ওয়েবসাইট তৈরি করার জন্য। . -কমার্স সাইট বানাতেও পিএইচপি এর প্রয়োজন। . ব্যসিক পিএইচপি হচ্ছে ওয়ার্ড প্রেসের প্রান। . প্রোগ্রামিং ল্যাংগুয়েজ

ব্যসিক পিএইচপি দিয়ে কি কি করা যায়:

. কোন সাইটে গিয়ে রেজিস্ট্রেশন, লগিন করবেন এই সিস্টেম টা পিএইচপি দিয়ে তৈরী . সাইটের ভিজিটর হিসাব ব্যসিক পিএইচপি কোড দিয়ে তৈরী . র্সাচ অপশন ব্যসিক পিএইচপি কোড দিয়ে তৈরী . কমেন্ট সিস্টেম ব্যসিক পিএইচপি কোড দিয়ে তৈরী . পোস্ট সিস্টেম ব্যসিক পিএইচপি কোড দিয়ে তৈরী . বর্তমানের সবেচেয়ে শক্তিশালী প্রোগ্রামিং ল্যাংগুয়েজ . যে কোন ওয়েব র্সাভার কনফিগার করতে পারবেন . ডায়নামিক ওয়েবসাইট এর প্রানই হচ্ছে পিএইচপি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ

 http://inst.black-iz.com






(কেবি আইসিটি পার্ক)



Comments

Popular posts from this blog

কেবি মডেল টেস্ট এর প্রস্তুতিমূলক কাজ চলছে........

কারিগরি শিক্ষার প্রতি শিক্ষার্থীদের অনাগ্রহ কেন?

১.১০. পিএইচপি প্রশিক্ষণ