১.১২. ওরাকল ডেভলপার প্রশিক্ষণ


অনলাইন মার্কেটিং কি?


sobarwebsite.com থেকে অনলাইন মার্কেটিং সেবা নেয়ার আগে আপনাদের জানতে হবে অনলাইন মার্কেটিং কি?
আপনার ডোমেইনটি যখন হোস্টিং থেকে শুরু করে ডিজাইনের কাজ সম্পুর্ন্ন হয়ে যাবে, যখন আপনার ওয়েবসাইট টি আপনার টার্গেটেড ভিজিটরদের নিকট দৃশ্যমান হওয়ার জন্য সবদিক থেকে প্রস্তুত হয়ে যাবে ঠিক তখনই আপনার অনলাইন মার্কেটিং এর সাহায্য দরকার।
একটি ওয়েব সাইট হচ্ছে একটি কোম্পানির প্রোফাইল, পণ্য, ব্যাবসার ধরন, ঠিকানা ইত্যাদি সম্পর্কে একটি অনলাইন পরিচিতি।। ওয়েব সাইট তৈরির পর সেটাকে বাজারে সুপরিচিত করে তোলাটা অত্যাবশ্যকীয় হয়ে পরে। বিশেষ করে কমার্স সাইট গুলো যেখানে অনলাইন কেনাবেচা হয় কিংবা যে কোনো বড় পণ্য ভিত্তিক কোম্পানি হতে পারে। মিলিয়ন মিলিয়ন ওয়েব সাইটের ভীরে জনে জনে কজন কে আর বলে বলে তার পরিচিতি ঘটানো সম্ভব। সবাই চায় তার ওয়েব সাইট টি যাতে গুগলে এক নম্বর পেজ আসে। গুগলের এক নম্বর পেজ কেমন করে পেজটি কে দেখানো যায়, কি লিখে সার্চ করলে পেজটি এক নম্বরে দেখাবে। এসব প্রক্রিয়াগুলোই অনলাই মার্কেটিং এর অন্তর্ভুক্ত বিষয়বস্তু
এস.. কি?
SEO বা Search Engine Optimization (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) এর নাম হয়ত সবাই শুনে থাকবেন। SEO হচ্ছে অনলাইন মার্কেটিং এর অনেক গুলো টেকনিকের মধ্যে অন্যতম একটি
নানা কাজে ইন্টারনেট ব্যাবহারকারিরা প্রতিদিন সার্চ ইঞ্জিন ব্যবহার করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে। সেটি কোন প্রতিষ্ঠান এর তথ্য থেকে শুরু করে সফটওয়্যার, মুভি কিংবা গানও হয়ে থাকে। গুগল হচ্ছে র্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি সার্চ ইঞ্জিন। তথ্যের প্রয়োজনে বিশ্বের অসংখ্য মানুষ এটা ব্যবহার করে থাকে। গুগল সার্চ ইঞ্জিন যখন কোন কাঙ্খিত বিষয় নিয়ে সার্চ দেত্তয়া হয় তথন অনেকগুলো সাইটের ঠিকানা চলে আসে। আমরা সাধারনত বেশি ক্লিক করে থাকি প্রথম সারিতে থাকা সাইটগুলোতেই। হাজার হাজার নতুন নতুন সাইটের জন্ম হচ্ছে প্রতিদিনই। এসবের মধ্যে থেকে কোন সাইটকে আমরা বেছে নেব? সবাইকে আকৃষ্ট করে থাকে সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় থাকা সাইটগুলোই। আর সার্চ ইঞ্জিনগুলো তথ্য উপাত্তের দিক দিয়ে সমৃদ্ধ সাইটগুলোকে অগ্রাধিকার দিয়ে থাকে। এই সুযোগ-সুবিধা গুলো পাত্তয়ার জন্য সাইটটিকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সার্চ ইঞ্জিনের প্রথম দিকে আনা প্রয়োজন এতে করে উল্লেখযোগ্য সংখ্যক ব্যবহারকারীকে পাত্তয়া সম্ভব সাইটে
সার্চ ইঞ্জিনে একটি সাইটকে অর্ন্তভূক্ত করে সারা বিশ্বের ব্যবহারকারীদের সামনে নিজের সাইটকে পরিচিত করার পদ্ধতিই হচ্ছে SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
আমাদের অনলাইন মার্কেটিং এবং এস.. সেবা পেতে হলে সরাসরি যোগাযোগ করুন
 


(কেবি আইসিটি পার্ক)



Comments

Popular posts from this blog

কেবি মডেল টেস্ট এর প্রস্তুতিমূলক কাজ চলছে........

কারিগরি শিক্ষার প্রতি শিক্ষার্থীদের অনাগ্রহ কেন?

১.১০. পিএইচপি প্রশিক্ষণ