Posts

Showing posts from 2019

কারিগরি শিক্ষার প্রতি শিক্ষার্থীদের অনাগ্রহ কেন?

Image
আমাদের দেশে গত এক দশকে বহু সরকারি ও বেসরকারি কারিগরি কলেজ এবং প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে। অনেকেই মনে করেন প্রতি বছর এ দেশে যে লক্ষ - লক্ষ তরুণ তরুণী চাকরীর বাজরে আসছে তাদের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এসব কারিগরি শিক্ষার প্রতি শিক্ষার্থীদের অনাগ্রহ দিন দিন বেড়েই চলেছে কেন? যেখানে একজন জেনারেল শিক্ষার্থী মাস্টার্স শেষ করার পর চাকরির বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ডোর টু ডোর কড়া নাড়ছে, সেখানে একজন কারিগরি প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থী সফলভাসে কোর্স শেষ করার পর পরই কোথাও না কোথাও কর্মসংস্থানের ব্যবস্থা করে নিচ্ছে। আর যদি কেউ না পারে বুঝতে হবে তার কাজ শেখার মধ্যে দুর্বলতা রয়েছে। অনেকে বিবিএ   এমবিএ ডিগ্রি নিয়ে বসে আছে কিন্তু কোন কাজ জানা থাকলে বেকার বসে থাকতে  হতো  না। জেনারেল শিক্ষার্থীদের মধ্যে অনেকেই আছে এ কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক কিন্তু সামাজিকভাবে এ পড়াশুনাকে মূল্যায়ন করা হয়না বলেই অনেক মধ্যবিত্ত ঘরের সন্তান বা মেধাবী শিক্ষার্থীরা এখানে আসতে চায়না।

জীবন ভার্মি (ট্রােইকোডার্মা + ভার্মি কম্পোস্ট)

পৃথিবীতে সকল প্রাণীই খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ মাটিতে জন্মায় ও মাটি হতেই প্রয়োজনীয় খাদ্য-উপাদান গ্রহণ করে বেড়ে উঠে এবং প্রাণীকুলের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যক অক্সিজেন সরবরাহ করে। জৈব পদার্থ হলো মাটির প্রাণ যা কমপক্ষে ৫ ভাগ থাকা উচিত। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের চাষাবাদ এবং শস্য উৎপাদনে শুধুই রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটিতে জৈব পদার্থের পরিমাণ কমে যাচ্ছে। বাংলাদেশের প্রায় ৬২% জমিতে জৈব পদার্থের পরিমাণ ১ ভাগের কম। উদ্ভিদ ও প্রাণীজ বর্জ্য প্রক্রিয়াজাতকরণের পর মাটিতে ব্যবহার করলে জৈব পদার্থের ‍পরিমাণ বেড়ে যায়। জীবন ভার্মি ট্রাইকোডার্মা অনুজীব মিশ্রিত কেচোঁ সার, যা প্রাকৃতিকভাবে তৈরী, মান-সম্পন্ন, নির্ভেজাল ও পরিবেশ বান্ধব। মাটির সতেজতা, সজীবতা, উর্বরতা ও উৎপাদনক্ষমতা সচল রাখার জন্য পরিমাণমত জীবন ভার্মি ব্যবহার করা প্রয়োজন। জীবন ভার্মির গুনাবলী: ১। মাটির উর্বরতা ও উৎপাদনক্ষমতা বৃদ্ধি করে ও মাটিতে জৈব পদার্থ যোগ করে।  ২। রাসায়নিক সারের কার্যকারীতা বৃদ্ধি করে ও উৎপাদন খরচ কমায়। ৩। অধিক সময় মাটিতে আদ্রতা