Posts

Showing posts from March, 2015

হোমিওপ্যাথি চিকিৎসায় হ্যানিম্যানের অর্গানন অব মেডিসিন সূত্র: ০২

সূত্রঃ (২) আরোগ্যবিধানের উচ্চতম আদর্শ হইল দ্রুত, বিনাকষ্টে ও স্থায়িভাবে স্বাস্থ্যের পুনরুদ্ধার, কিংবা স্বল্পতম সময়ের মধ্যে, সর্বাপেক্ষা নির্ভরযোগ্য ও নির্দোষ উপায়ে, সহজবোধ্য নীতির সাহায্যে সমগ্রভাবে রোগের দূরীকরণ ও বিনাশ। ভাষ্য (২): দ্বিতীয় সূত্রে হ্যানিম্যান চিকিৎসার উচ্চতম আদর্শের কথা উল্লেখ করিয়াছে। প্রায় দুই হাজার বৎসর পূর্বে অ্যাসক্লিপিয়েডিস নামক জনৈক গ্রীক চিকিৎসকও উক্ত মর্মে চিকিৎসার আদর্শ সম্বন্ধে ঘোষণা করিয়াছিলেন। তাঁহার আদর্শের সারমর্ম ছিল; অতিদ্রুত নির্বিঘেœ ও সুখকর উপায়ে রোগের আরোগ্যবিধান করিতে হইবে। কিন্তু সেই আদর্শ তাঁহার কল্পনাতেই আবদ্ধ ছিল, সুদীর্ঘকাল পরে তাহাকে বাস্তবে রূপায়িত করিলেন হ্যানিম্যান। দ্বিতীয় সূত্রে আদর্শ আরোগ্য প্রসঙ্গে হ্যানিম্যান কয়েকটি শর্ত আরোপ করিয়াছেন। তার প্রথমটি হইল-আরোগ্যবিধানের গতি দ্রুত হওয়া চাই। অবশ্য সকল চিকিৎসাপদ্ধতিতেই দ্রুত আরোগ্যবিধানের কথা স্বীকৃত হইয়াছে। সুতরাং এই উক্তি বাহুল্য মনে হইলেও আদর্শ আরোগ্য সম্বন্ধে বিবেচনা করিতে হইলে এই প্রয়োজনের স্থান সর্বাগ্রে। দ্বিতীয় শর্ত হইল, আরোগ্যবিধানকার্যে যতদূর সম্ভব ব

হোমিওপ্যাথি চিকিৎসায় হ্যানিম্যানের অর্গানন অব মেডিসিন সূত্র: ০১

হোমিওপ্যাথিক অর্গানন অব মেডিসিন সুত্র নং: ১ চিকিৎসকের মহৎ ও একমাত্র উদ্দেশ্য হইল রোগীকে স্বাস্থ্যে ফিরাইয়া আনা, যাহাকে বলা হয় আরোগ্য বিধান করা।১ ১তাঁহার (চিকিৎসকের) উদ্দেশ্য ইহা নহে যে দেহের ভিতরকার প্রাণক্রিয়ার প্রকৃত স্বরূপ কি, এবং দেহযন্ত্রেও অদৃশ্য অভ্যন্তওে কিভাবে পীড়ার উৎপত্তি হয় সে বিষয়ে ফাঁকা কল্পনা ও অনুমানের জাল বুনিয়া তথাকথিত ব্যবস্থাপদ্ধতি তিনি রচনা করিবেন। (এইভাবে কত চিকিৎসকের কাম্য নহে যে একদিকে পীড়িত মানব সাহায্যেও আশায় বৃথা দীর্ঘশ্বাস ফেলিবে আর একদিকে পীড়ার অদ্ভুত বৈচিত্র্য বিষয়ে অসণিত ব্যাখ্যা এবং তাহার আনুমানিক কারণ-(যাহা কোনকালেই গোচরীভূত হইবে না)-দুর্বোধ্য ভাষা এবং অসার ও জটিল ব্যঞ্জনার মাধ্যমে প্রকাশ করিয়া অজ্ঞ লোকদের কাছে তাহা পান্ডিত্যপূর্ণ বলিয়া ধারণা জন্মাইয়া দিয়া তাক লাগাইয়া দিবেন। এই প্রকার পান্ডিত্যপূর্ণ অলীক কল্পনা -(যাহার নাম দেওয়া হইয়াছে তত্ত্বমূলক চিকিৎসাবিজ্ঞান, এবং যাহার জন্য বিশেষ অধ্যাপকপদসমূহের সৃষ্টি করা হইয়াছে)-আমরা অনেক দেখিয়াছি। এখন চিকিৎসক নামধারী সকলেরই সেই সময় উপস্থিত যখন কেবলমাত্র বাগাড়ম্বর দ্বারা আর্ত মানবকে প্রতারিত করা হইতে বি

কেবি মডেল টেস্ট এর প্রস্তুতিমূলক কাজ চলছে........

( কেবি আইসিটি পার্ক ) কেবি আইসিটি এইচটিএমএল টিউটোরিয়াল কেবি আইসিটি সিএসএস টিউটোরিয়াল কেবি আইসিটি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল কেবি আইসিটি পিএইচপি টিউটোরিয়াল কেবি আইসিটি এসকিউএল টিউটোরিয়াল কেবি আইসিটি ওরাকল টিউটোরিয়াল ( কেবি মডেল টেস্ট ) কেবি মডেল টেস্ট ( পিইসিই ) কেবি মডেল টেস্ট ( জেএসসি ) কেবি মডেল টেস্ট ( এসএসসি ) কেবি মডেল টেস্ট ( এইচএসসি ) কেবি মডেল টেস্ট ( এডমিশন ) কেবি মডেল টেস্ট ( বিসিএস )

কেবি মডেল টেস্ট এর প্রস্তুতিমূলক কাজ চলছে........

( কেবি আইসিটি পার্ক ) কেবি আইসিটি এইচটিএমএল টিউটোরিয়াল কেবি আইসিটি সিএসএস টিউটোরিয়াল কেবি আইসিটি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল কেবি আইসিটি পিএইচপি টিউটোরিয়াল কেবি আইসিটি এসকিউএল টিউটোরিয়াল কেবি আইসিটি ওরাকল টিউটোরিয়াল ( কেবি মডেল টেস্ট ) কেবি মডেল টেস্ট ( পিইসিই ) কেবি মডেল টেস্ট ( জেএসসি ) কেবি মডেল টেস্ট ( এসএসসি ) কেবি মডেল টেস্ট ( এইচএসসি ) কেবি মডেল টেস্ট ( এডমিশন ) কেবি মডেল টেস্ট ( বিসিএস )

কেবি মডেল টেস্ট এর প্রস্তুতিমূলক কাজ চলছে........

বর্তমান বিশ্বায়নের যুগে বিশ্ব দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে প্রয়োজন কম্পিউটারের যে কোন বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতা , কেবি আইসিটি পার্ক কম্পিউটারের এই দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের দেশ তথা সারা বিশ্বে কম্পিউটার ব্যবহার হচ্ছে শিক্ষা থেকে কৃষি , শিল্প থেকে ব্যবসা , চিকিৎসা থেকে বিনোদন , অফিস থেকে গৃহ , মহাকাশ থেকে পাতাল অভিযান পর্যন্ত। বেসরকারী পর্যায়ে কম্পিউটার প্রশিক্ষণের গুরুত্ব দিয়ে আমাদের প্রতিষ্ঠান দক্ষ জনশক্তি তৈরিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। এ কথা জোর দিয়ে বলা যায় যে, কম্পিউটার ব্যতীত বর্তমান বিশ্ব অচল। তাই প্রযুক্তির সাথে তাল মেলাতে এবং প্রতিযোগিতার বিশ্বে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে আমাদের কম্পিউটার শিক্ষা খুবই জরুরী। কেবি আইসিটি পার্ক এ রয়েছে আপনার কম্পিউটার বিষয়ক দক্ষতা অর্জনের যথোপোযুক্ত ব্যবস্থা । ( কেবি আইসিটি পার্ক ) কেবি আইসিটি এইচটিএমএল টিউটোরিয়াল কেবি আইসিটি সিএসএস টিউটোরিয়াল কেবি আইসিটি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল কেবি