Posts

Showing posts from February, 2019

জীবন ভার্মি (ট্রােইকোডার্মা + ভার্মি কম্পোস্ট)

পৃথিবীতে সকল প্রাণীই খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ মাটিতে জন্মায় ও মাটি হতেই প্রয়োজনীয় খাদ্য-উপাদান গ্রহণ করে বেড়ে উঠে এবং প্রাণীকুলের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যক অক্সিজেন সরবরাহ করে। জৈব পদার্থ হলো মাটির প্রাণ যা কমপক্ষে ৫ ভাগ থাকা উচিত। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের চাষাবাদ এবং শস্য উৎপাদনে শুধুই রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটিতে জৈব পদার্থের পরিমাণ কমে যাচ্ছে। বাংলাদেশের প্রায় ৬২% জমিতে জৈব পদার্থের পরিমাণ ১ ভাগের কম। উদ্ভিদ ও প্রাণীজ বর্জ্য প্রক্রিয়াজাতকরণের পর মাটিতে ব্যবহার করলে জৈব পদার্থের ‍পরিমাণ বেড়ে যায়। জীবন ভার্মি ট্রাইকোডার্মা অনুজীব মিশ্রিত কেচোঁ সার, যা প্রাকৃতিকভাবে তৈরী, মান-সম্পন্ন, নির্ভেজাল ও পরিবেশ বান্ধব। মাটির সতেজতা, সজীবতা, উর্বরতা ও উৎপাদনক্ষমতা সচল রাখার জন্য পরিমাণমত জীবন ভার্মি ব্যবহার করা প্রয়োজন। জীবন ভার্মির গুনাবলী: ১। মাটির উর্বরতা ও উৎপাদনক্ষমতা বৃদ্ধি করে ও মাটিতে জৈব পদার্থ যোগ করে।  ২। রাসায়নিক সারের কার্যকারীতা বৃদ্ধি করে ও উৎপাদন খরচ কমায়। ৩। অধিক সময় মাটিতে আদ্রতা