হোমিওপ্যাথি চিকিৎসায় হ্যানিম্যানের অর্গানন অব মেডিসিন সূত্র: ০২
সূত্রঃ (২) আরোগ্যবিধানের উচ্চতম আদর্শ হইল দ্রুত, বিনাকষ্টে ও স্থায়িভাবে স্বাস্থ্যের পুনরুদ্ধার, কিংবা স্বল্পতম সময়ের মধ্যে, সর্বাপেক্ষা নির্ভরযোগ্য ও নির্দোষ উপায়ে, সহজবোধ্য নীতির সাহায্যে সমগ্রভাবে রোগের দূরীকরণ ও বিনাশ। ভাষ্য (২): দ্বিতীয় সূত্রে হ্যানিম্যান চিকিৎসার উচ্চতম আদর্শের কথা উল্লেখ করিয়াছে। প্রায় দুই হাজার বৎসর পূর্বে অ্যাসক্লিপিয়েডিস নামক জনৈক গ্রীক চিকিৎসকও উক্ত মর্মে চিকিৎসার আদর্শ সম্বন্ধে ঘোষণা করিয়াছিলেন। তাঁহার আদর্শের সারমর্ম ছিল; অতিদ্রুত নির্বিঘেœ ও সুখকর উপায়ে রোগের আরোগ্যবিধান করিতে হইবে। কিন্তু সেই আদর্শ তাঁহার কল্পনাতেই আবদ্ধ ছিল, সুদীর্ঘকাল পরে তাহাকে বাস্তবে রূপায়িত করিলেন হ্যানিম্যান। দ্বিতীয় সূত্রে আদর্শ আরোগ্য প্রসঙ্গে হ্যানিম্যান কয়েকটি শর্ত আরোপ করিয়াছেন। তার প্রথমটি হইল-আরোগ্যবিধানের গতি দ্রুত হওয়া চাই। অবশ্য সকল চিকিৎসাপদ্ধতিতেই দ্রুত আরোগ্যবিধানের কথা স্বীকৃত হইয়াছে। সুতরাং এই উক্তি বাহুল্য মনে হইলেও আদর্শ আরোগ্য সম্বন্ধে বিবেচনা করিতে হইলে এই প্রয়োজনের স্থান সর্বাগ্রে। দ্বিতীয় শর্ত হইল, আরোগ্যবিধানকার্যে যতদূর সম্ভব ব...